ফন্ট সাইজ পরিবর্তন-+=
দুর্দান্ত দুই ঘোড়া মাটি কাটতে যাচ্ছে
পেছনে ঘনসন্ধ্যা
প্রায় তিনফুট ঘেরের ক্ষুধাগুলো
সেজেগুজে হাঁটছে
একনিমিষে তা ছড়িয়ে পড়ছে
টেকনাফ থেকে তেতুলিয়া
ঘোড়াদুটি যার যার ওজনের সমান
মাটি কেটে সেই গর্তে ক্ষুধাগুলো
পুঁতে ফেলছে
এখন সেগুলো গাছ হয়ে
বাগান হয়েছে
২৫ মে ২০২৫
দেওভোগ, নারায়ণগঞ্জ