আমলা ও কবি

ফন্ট সাইজ পরিবর্তন-+=

কবিরা আমলার কাছে গেলে

আমলারা কবির কাছে এলে

বিহঙ্গ কোথায় যাবে

 

রোহিতের পুঁজি নিয়ে

মোহিতকে তুষ্ট করলে

অনেক শব্দ স্মরণার্থী হয়ে যায়

কবি তুমি ইমানের খেলাপ করলা

বৃক্ষ আর বিহঙ্গে

থাকিবার কথা ছিলো তোমার

 

বেদনাকে রুজি বানিয়ে গেলে

হংসবন মাড়িয়ে

 

২০ নভেম্ব ২০২৩

পুরানা পলটন

Leave a Reply

Scroll to Top