হৃদয় লাগোয়া বাড়িটি

ফন্ট সাইজ পরিবর্তন-+=

হৃদয় লাগোয়া যে বাড়িটি আমার

তার পাশেই ধানবন

এক নিঃশ্বাসে পড়ে ফেলা

ধানের দেহে কৃষকের শুক্রাণু

তারপর গ্লসনস্ত পেরেস্ত্রোইকা

 

ইতিহাসের শেষ ঘোষণা আসে

আমেরিকা হয়ে বাংলাবাতাসে

দেখে মজলুম- মজলুমের

পেটের ভেতর ইনকিলাবের লাশ

 

হৃদয় লাগোয়া যে বাড়িটি আমার

তার পাশেই ধানবন

বনে হেঁটে বেড়ায় যাদুকাটা নদী

 

১৯ জুন ২০২৫
ঢাকা-নারায়ণঞ্জ সড়ক

Leave a Reply

Scroll to Top