তুরিনের বোনের জানালা

ফন্ট সাইজ পরিবর্তন-+=

তুরিনের বোনের জানালায় সে ছাড়া

আর কেউ মুখ দেখাতে জানে না

আশপাশের গাছে মৌচাকে

ঢিল দিলে শতশত মৌমাছি

জানালা দিয়ে ঢোকে

আবার বের হয়ে আসে যেন মধু নিয়ে

তুরিনের বোনের সঙ্গে এসব মৌমাছির

হয়তো গল্প নেই। তবুও প্রসঙ্গ যখন

এসে যায় তখন তুরিনের বোন দূরের

কেউ মনে হয় না।

মৌচাক স্বল্পস্থায়ী হলেও মধু চিরন্তন

লেগে থাকে মিথের মতোন।

এরপরও তুরিনের বোন প্রসঙ্গ থাকে

যথেচ্ছই মনে

 

২৭ জুন ২০২৫

উৎসব বাসের লাইন

বায়তুল মোকাররম, ঢাকা

Leave a Reply

Scroll to Top