ফন্ট সাইজ পরিবর্তন-+=
একাই আমি মৃত্যু মোকাবিলা করবো
তবুও কথা থাকে
তোমাদের জন্য বুকে
এই যে আমি গত রাতে মৃত্যু দেখলাম
আমার প্রিয় নিঃশ্বাস, যাকে আমি
এক মুহূর্ত ছাড়িনি
সেও পালাতে চাইলো
এই কথা তোমরা কানে তুলো না
আমার মৃত্যুর পরে তোমাদের মুখে
দেখা দেবে শস্যমারা কার্তিক